৬ মাস কারাভোগের পর মুক্ত বিএনপি নেতা আমান
দীর্ঘ প্রায় সাড়ে ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
আজ রবিবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজনসেল থেকে তিনি মুক্ত হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলায় আমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আপিল বিভাগ।
তবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ বিদেশ যেতে হলে আমানকে অনুমতি নেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?