১০ মিনিটের শিলাবৃষ্টিতে শত শত পাখির গণকবর (ভিডিও)

তাবারুল হক
২৪ মার্চ ২০২৪, ২২:২৭
শেয়ার :
১০ মিনিটের শিলাবৃষ্টিতে শত শত পাখির গণকবর (ভিডিও)

ঢাকায় শনিবার মধ্যরাত সোয়া ২টা থেকে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। চলে প্রায় ৩০ মিনিট। ঝড়ের সঙ্গে চলে ব্যাপক শিলাবৃষ্টি। এতে যেমন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি নষ্ট হয় আমের মুকুল। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ঝড় ও বজ্র-বৃষ্টিতে ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসে। 

একইভাবে ১০ মিনিটের এই শিলাবৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল বাজার সংলগ্ন সরকার বাড়িতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় হঠাৎ ১০ মিনিটের কালবৈশাখী ঝড় কেড়ে নেয় শত শত পাখির প্রাণ। কয়েকশ চুড়ই পাখি ও শালিক পাখি মুহূর্তেই মারা যায়। পাখিগুলোর নিথর দেহ পড়ে থাকে আশপাশের মাঠে ঘাটে। পরে মৃত পাখিগুলোকে গণকবর দেন স্থানীয়রা।

এছাড়া ওই ঝড়ে আরও অসংখ্য পাখি আহত অবস্থায় আশপাশের বিভিন্ন বাড়িঘরে আশ্রয় নেয়। অসুস্থ পাখিগুলোকে ওই বাড়ির ছোট-বড় সবাই মিলে সেবা দেন। পরে সুস্থ করে আজ রবিবার মুক্ত পরিবেশে পাখিগুলোকে ছেড়ে দেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন