যে কারণে অনন্তর বাসায় ৭ নায়ক
‘চলচ্চিত্রাঙ্গনে কেউ কারও বন্ধু হয় না’- প্রয়াত চিত্রনায়ক মান্নার বলা এ কথাটি বহুল চর্চিত। তবে এর বিপরীতে বহু উদাহরণও আছে। এবার তেমনি নজির সামনে এলো, গতকাল শনিবার রাতে। সামনে এলো ঢালিউডের ব্যতিক্রমী এক চিত্র। যেখানে একই আয়োজনে পরিবার নিয়ে হাজির হয়েছেন অনন্ত জলিল, নিরব হোসেন, মামনুন ইমন, জয় চৌধুরী, জিয়াউল রোশান, শিপন মিত্র, সাঞ্জু জন ও আমান রেজা।
সামাজিক যোগাযোগমাধ্যমে জয় চৌধুরীর একটি রিলে নজর কাড়ে ভক্তদের। যেখানে একসঙ্গে একটি অনুষ্ঠানে পরিবার নিয়ে হাজির হতে দেখা যায় তাদের। মুহূর্তটি সঙ্গে সঙ্গে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। সে সূত্র ধরেই কথা হয় জয় চৌধুরীর সঙ্গে।
তিনি জানান, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলছিল খুলনায়। তার ফাঁকে দুদিনের ছুটি পেয়ে ঢাকায় এসেছেন এই ৮ নায়ক। তারপরই গেট টুগেদারের পরিকল্পনা। এমনকি নতুন একটি গ্রুপও গঠন করেছেন তারা, যেখান থেকে নেওয়া হবে বিভিন্ন সামাজিক উদ্যোগ।’
জয় চৌধুরী বলেন, ‘১৩ মার্চ থেকে খুলনায় “অপারেশন জ্যাকপট”র শুটিং চলছে। সেখানে দুদিনের ব্রেক পেয়ে আমরা ক’জন ঢাকায় এসেছি। পরে চিন্তা করলাম আমরা যে ৮ জন রয়েছি, তারা মিলে ইফতার কিংবা একটা গেট টুগেদারের আয়োজন করি। অনন্ত ভাইয়ের বাসাতেই এই প্ল্যান হলো। তিনি প্রস্তাব রাখলেন তার বাসাতেই আয়োজনটি করতে। তখন আমরা ফ্যামিলি নিয়ে সেখানে জয়েন করি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
যোগ করে এই চিত্রনায়ক আরও বলেন, ‘মুহূর্তটা খুব সুন্দর কেটেছে। আসলে গোটা ইন্ডাস্ট্রিতে বন্ধু বলতে কেউ নেই কিংবা ইন্ডাস্ট্রির কেউ আপন নয়- এ ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখাতে চাই, উদ্যোগটি মূলত অনন্ত ভাইয়েরই। আমরা বলব- হিরোরা চাইলে একসঙ্গে থাকতে পারে। একসঙ্গে কাজও করতে পারে। আমাদের এই বন্ডিং অবশ্য “অপারেশন জ্যাকপট” থেকেই তৈরি হয়েছে। এর আগেও বন্ডিং ছিল, কিন্তু এতটা শক্তিশালী ছিল না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তারকাদের এই পারিবারিক মিলনমেলায় ঘোষণা এসেছে একটি গ্রুপেরও। যেখান থেকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক উদ্যোগ নিতে দেখা যাবে তাদের। এ প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘আমরা একটি গ্রুপ খুলেছি, যার মাধ্যমে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হবে ভবিষ্যতে। আনুষ্ঠানিকভাবেও এ বিষয়ে শিগগিরই জানাব। গ্রুপটির নাম রাখা হয়েছে “হিরোজ”। তো গতকাল ছিল এই হিরোজের প্রথম গেট টুগেদার।’
উল্লেখ্য, হিরোজের এই ৮ সদস্যকে মুখ্য চরিত্রে দেখা যাবে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায়। একাত্তরের মুক্তিযুদ্ধের অপারেশন জ্যাকপটের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এটি। যৌথভাবে পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ অনেকে।