রাতে শিলাবৃষ্টি, তবুও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

অনলাইন ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১১:১৬
শেয়ার :
রাতে শিলাবৃষ্টি, তবুও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

গত কয়েকদিন ধরে ঢাকার বায়ুদূষণ নিয়ে স্বস্তির কোনো খবর নেই। এর মধ্যে শনিবার রাতে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। এতে আজ ঢাকার বায়ুর মান উন্নতি হলেও অস্বাস্থকর পর্যায়ে আছে।

আজ রবিবার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১টার দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২৪২ স্কোর নিয়ে দূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। এই শহরটির স্কোর ১৬৯ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকা রয়েছে ১১ নম্বরে। এই শহরের স্কোর ১৪৯ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।