ক্যানসার রোগীরা কি রোজা রাখতে পারবেন (ভিডিও)
রোজা শরীরের জন্য সুন্দর একটি ব্যায়াম। নিয়মিত তিন বেলা খাবার না খেলে সুস্থ ও অসুস্থ মানুষ উভয়েরই ক্ষতি হতে পারে। কিন্তু রোজায় যেহেতু নিয়ম মেনে খাওয়ার ব্যাপারে বিধান রয়েছে, সেক্ষেত্রে খুব বেশি অসুস্থ রোগী না হলে তার জন্য রোজা রাখলে তা শরীরের জন্য উপকার হয়। কেননা, ইফতার থেকে সাহ্রি পর্যন্ত সময়ের মধ্যে খাবার খেলেই একজন মানুষের সারাদিনের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব হয়। রোজার নিয়মগুলো যদি একজন রোজাদার ঠিকমতো মেনে চলেন, তাহলে তার পক্ষে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে পরিপূর্ণ সুস্থ থাকার এটি উপযুক্ত সময়। যেসব রোগী খুব অসুস্থ থাকেন, যেমন- ক্যানসার, ডায়াবেটিস বা হৃদরোগ জটিলতা আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শে আনেকেই রোজা রাখতে পারেন।
তবে রমজান মাসে ক্যানসার রোগীরা দ্বিধান্বিত থাকেন। যেহেতু প্রতিটি ক্যানসার রোগীর সমস্যা ভিন্ন, তাই এই প্রশ্নটির উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’, অর্থাৎ ঠিক এককথায় দেওয়া যায় না। প্রতিটি ক্যানসার রোগীর সমস্যা এবং চিকিৎসা আলাদা আলাদা। একজন ক্যানসার রোগীর রোজা রাখার ক্ষেত্রে তাই বিভিন্ন ধরণের শর্তাবলী ও বিধিনিষেধ থাকে।
ক্যানসার রোগীদের বিষয়ে দৈনিক আমাদের সময়’র স্বাস্থ্যবিষয়ক নিয়মিত আয়োজনে আজ কথা বলেছেন, ইউনাইটেড হসপিটালের অ্যাসোসিয়েট কনসালটেন্ট অনকোলজি বিভাগের ডাঃ শরীফ আহমেদ।
আরও পড়ুন:
চোখের রক্তবর্ণ ধারণের কারণ ও প্রতিকার
ভিডিওতে তার পরামর্শগুলো দেখেনিন-
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন