গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৪, ০০:১৪
শেয়ার :
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

গাজীপুরের আগুনের ঘটনায় নাদিম (২২) আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জন।

জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার আব্দুর রহিমের ছেলে নাদিম।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, নাদিমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন অন্তত ৩৫ জন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেলিরচালা এলাকার শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। এক পর্যায়ে তিনি এটি রাস্তায় ফেলে দেন।

এ সময় সেখানে একটি মাটির চুলার আগুন থেকে সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। পরে রাস্তায় থাকা প্রায় ৩৬ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।