পাথরঘাটায় ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ পুড়িয়ে ধ্বংস
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে প্রায় চার লাখ মিটার নিষিদ্ধ জাল (চরগড়া) জব্দ করেছে কোস্টগার্ড। আজ শনিবার দুপুরে পাথরঘাটার বলেশ্বর ও বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চঘাট, তালতলা, চরদুয়ানী, টেংরা, হাজীরখাল, রুহিতা ও পদ্মা এলাকায় অভিযান চালিয়ে ওই জাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম. ফিরোজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৭০ লাখ টাকা। জব্দকৃত জাল পাথরঘাটা মেরিন ফিসারিজ অফিসার মো. রিয়াজ হোসেনে উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।