ধোবাউড়ায় বন্য হাতির আক্রমণে নিহত ১
ময়মনসিংহে বন্য হাতির আক্রমণে আইনাল (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ধোবাউড়া ভূঁইয়াপাড়া সীমান্ত ভারতের শীববাড়ি বাজারের দক্ষিণ পাশে নিতাই নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আইনাল উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামের ছামছুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সীমান্তে ওপার থেকে নেমে আসা একদল বন্য হাতি খাবারের সন্ধানে ভূঁইয়াপাড়া সীমান্ত গ্রামে বিচরণ করে। এ সময় আইনালসহ আরও দুজন ৩৬এস সাব-পীলারের কাছাকাছি অবস্থান করায় হাতির দলের সামনে পড়েন। অন্য দুজন নিতাই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেও আইনাল পালাতে পারেননি। একটি হাতি তাকে পিষে মেরে ফেলে।
ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান হারুন আর রশীদ জানান, সম্ভবত তিনি চিনির ব্যবসার উদ্দেশ্যে সেখানে গিয়ে ছিলেন।
নিহতের ভাই নজরুল ইসলাম বলেন, ‘ধান ক্ষেতে সেচের পানি দিতে গিয়েছিলেন। কিন্তু সীমান্তের দিকে যাবার কারণ জানা নেই।’
স্থানীয় বাসিন্দা সাবানা মানকিন বলেন, ‘রাতে চিৎকার শুনেছি। পরে জানতে পারি হাতি তাকে হত্যা করেছে।’
বনের দায়িত্ব প্রাপ্ত বিট অফিসার নজরুল ইসলাম বলেন, ‘হাতি প্রতিরোধ করা সম্ভব নয়। আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবে তবে সচেতন না হলে এসব ঘটনা এড়ানো কঠিন।’
ঘোষগাঁও ক্যাম্প কোম্পানি কমান্ডার জুলফিকার আলী বলেন, ‘রাতে জিরো পয়েন্টে অবস্থান করা নিষেধ।’