‘গরম একটা খবর আছে’

বিনোদন প্রতিবেদক
২৩ মার্চ ২০২৪, ১১:৪৭
শেয়ার :
‘গরম একটা খবর আছে’

‘গরম একটা খবর আছে’ নাটকের একটি দৃশ্য

মোশাররফ করিম একজন শিক্ষানবিশ সাংবাদিক। একই গ্রামের মেয়ে তানিয়া বৃষ্টি ভালোবাসে মোশাররফ করিমকে। কিন্তু মোশাররফ পূর্ণাঙ্গ সাংবাদিক না হওয়ায় তারা বিয়ে করতে পারছে না। তাই মোশাররফ করিমকে সাংবাদিক বানানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যান তানিয়া বৃষ্টি।

মফস্বলের এক যুবকের সাংবাদিক হওয়ার সংগ্রামের গল্প নিয়ে সোহেল হাসান নির্মাণ করেছেন নাটক ‘গরম একটা খবর আছে’। রচনায় জুয়েল এলিন। নাটকে সাংবাদিক যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে আছেন তানিয়া বৃষ্টি, শেখ মাহবুবুর রহমান, সাবিনা প্রমুখ।

নির্মাতা জানান, নাটকটি প্রচারিত হবে আরটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।