শিশুর রোজা পালন: যে বিষয়গুলো খেয়াল রাখবেন (ভিডিও)
রমজান মাস এলে মা-বাবা, পরিবারের অন্যদের দেখে শিশুরাও রোজা রাখতে আগ্রহী হয়ে উঠে। আর রমজান আসলে বড়দের তুলনায় শিশুদের মাঝে দেখা যায় অন্যরকম এক উৎসাহ এবং উদ্দীপনা।
তবে দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকলে শিশুর কোনো ক্ষতি হবে কি না- সেই নিয়ে অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তার শেষ নেই। কিছু বিষয় খেয়াল রাখলে দুশ্চিন্তার কোন করণ নেই। বরং শিশুকে সাত-আট বছর বয়স থেকেই রোজা রাখার অভ্যস্ত করতে পরামর্শ দিলেন চিকিৎসক।
এ বিষয়ে দৈনিক আমাদের সময়’র স্বাস্থ্যবিষয়ক নিয়মিত আয়োজনে আজ কথা বলেছেন, ইউনাইটেড হসপিটালের পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের জুনিয়র কনসালটেন্টে ডাঃ পারিসা মারজান।
ভিডিওতে তার পরামর্শগুলো দেখেনিন-
আরও পড়ুন:
চোখের রক্তবর্ণ ধারণের কারণ ও প্রতিকার