রাজকীয়ভাবে বিদায় জানানো হলো মসজিদের ইমামকে
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মো. গোলাম মোস্তফাকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে তাকে বিদায় জানানো হয়।
হাফেজ মো. গোলাম মোস্তফা প্রায় ১৯ বছর ধরে একটানা ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে নগদ টাকা, ক্রেস্ট, জায়নামাজ, পাঞ্জাবি ও পাজামার কাপড় উপহার দেওয়া হয়। পরে একটি সুসজ্জিত মাইক্রোবাসে করে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় মুসল্লিদের অর্ধশতাধিক মোটরসাইকেলের শোডাউন ছিল চোখে পড়ার মতো। চিলমারী উপজেলায় এই প্রথম কোনো ইমামকে এমনভাবে বিদায় জানানো হলো।
উপজেলা পরিষদ জামে মসজিদটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নির্মিত হলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগ করা হয়। এরপর সাবেক ইমাম গোলাম মোস্তফা ও মুয়াজ্জিন আজম আলীকে অবসরে পাঠানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, প্রবীণ শিক্ষক মো. নজির হোসেন বিএসসি, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস. এম. নুরম্নল আমিন সরকার, শিশু নিকেতন চিলমারীর অধ্যক্ষ মো. আবুল কাশেম, ইউপি সদস্য মো. মোক্তার আলী, সিহাব রহমান, বর্তমান ইমাম মো. মামুনুর রশীদ, সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আজম আলী প্রমুখ।