সরকারের ওপর জনগণের আস্থা নাই: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৪, ২০:৫০
শেয়ার :
সরকারের ওপর জনগণের আস্থা নাই: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ,  বীর বিক্রম বলেছেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে করা প্রকাশিত জরিপে দেখা গেছে সুখী দেশের তালিকায় গতবারের তুলনায় বাংলাদেশ এবার আরও একধাপ নিচে নেমেছে। এতেই বোঝা যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পর্যায়ক্রমে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ওপর জনগণের আস্থা নাই।’

আজ শুক্রবার রাজধানীর মগবাজারে এলডিটির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের মাহফিলে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘চারদিকে যুদ্ধের দামামা বাজছে, সবকিছুর মূল্য ৫-৭ গুণ বেশি, বিভিন্ন খাদ্যদ্রব্যের সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে আরও প্রকট আকার ধারণ করার সম্ভাবনা খুব বেশি। বর্তমান সরকারর অবস্থা কী হতে পারে। এখনো সময় আছে। মনে রাখতে হবে কেউ চিরদিন বেঁচে থাকার ভিসা নিয়ে পৃথিবীতে আসি নাই। নতুন প্রজন্মকে আমরা কী ধরনের বাংলাদেশ দিয়ে যাচ্ছি। ফ্লাইওভার, হাইওয়ে আর পদ্মা সেতু খেয়ে কী জীবন রক্ষা পাবে?’

তিনি বলেন, ‘বর্তমান দেশের বাস্তব অবস্থা কী? শেয়ার মার্কেটের টাকা লুটপাট, ঋণ নিয়ে দেশের বাহিরে টাকা পাচার, সরকারি প্রকল্পের টাকা লুটপাট, যন্ত্রপাতি ক্রয়ের নামে টাকা লুটপাট, ওষুধ কেনার নামে টাকা লুটপাট, সব প্রকার ক্রয়ের মাধ্যমে টাকা লুট। প্রত্যেকটি কাজের জন্য ঘুষ গ্রহণ। এমপি পদ পাওয়ার জন্য এবং নির্বাচিত হওয়ার জন্য ঘুষ দিতে হয়। বিচার পাওয়ার জন্য টাকা দিতে হয়। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।’

দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে অলি আহমদ বলেন, ‘নতুন করে বিনিয়োগ নাই, দেশীয় মুদ্রা ও ডলার সংকট প্রকট।’

তিনি আরও বলেন, ‘জনগণের মতামত জানানোর উৎকৃষ্ট পন্থা হচ্ছে অবাধ, নিরপেক্ষ,সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন। আশা করি, শেখ হাসিনা এই সত্য গুলি অনুধাবন করে অনতিবিলম্বে নতুনভাবে সবার নিকট গ্রহণযোগ্য পন্থায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করে জাতিকে সঠিক চলার পথ সুগম করবেন।’

গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের সদস্য সচিব কাশেম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ প্রমুখ।