আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২২ মার্চ ২০২৪, ০৯:১৭
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং সুভাষ বসু-শরৎ বসু পরিবারের উত্তর- প্রজন্ম সুগত বসু। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

পানিসম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচি:

বিশ্ব পানি দিবস উদ্‌যাপন উপলক্ষে সকাল ১০টায় পানি ভবন থেকে সার্ক ফোয়ারা র‍্যালি অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় পানি ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

ওবায়দুল কাদেরের কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির কর্মসূচি:

ডিআরইউ মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

লালবাগ পুরাতন থানার সামনে কিললার মোড়ে হৃদয় কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর লালবাগ থানা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এর আগে বেলা ১১টায় জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জিয়া পরিষদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

এলডিপি সাংস্কৃতিক দলের কর্মসূচি:

মগবাজারের গুলফেশা প্লাজায় এলডিপি অফিস ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

র‌্যাবের কর্মসূচি:

টিকিট কালোবাজারি চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এ বিষয়ে বেলা ১১টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।