ডেমরার আগুন লাগা ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

অনলাইন ডেস্ক
২২ মার্চ ২০২৪, ০৮:৩৬
শেয়ার :
ডেমরার আগুন লাগা ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় আগুন লাগা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় চারতলা ভবনটির তিনতলায় কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত। পরে চার তলাসহ অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, ‘এই ভবনটি অলরেডি ঝুঁকিপূর্ণ। আমরা ভেতরে গিয়ে দেখতে পেয়েছি ভবনের কাঠামোগত যে শক্তি সেটি নেই। ভেতরের ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।’

আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আশপাশে পানির উৎস নেই। এ ছাড়া ভবনটির সিঁড়ি সরু, ভবনের নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল সেটিও নেই।’

আগুন আর বাইরে ছড়ানোর আশঙ্কা নেই জানিয়ে ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, `আগুন নিয়ন্ত্রণে আরও সময় লাগতে পারে। ভেতরে দাহ্য পদার্থ আছে। খেলার সামগ্রী আছে।’