পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন রণবীর
আসছে সেপ্টেম্বরে অনাগত সন্তানের জন্ম দেবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ সময়টাতে স্ত্রী ও সন্তানের পাশে পুরোপুরি থাকতে চান রণবীর সিং। যেজন্য অভিনেতা দীর্ঘদিনের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এদিকে দীপিকা নিজের হাতের সব কাজ মোটামুটি সেরে ফেলেছেন। প্রায় এক বছরের লম্বা বিরতি নিতে চলেছেন তিনি।