বিচ্ছেদ হওয়া পুরুষকে বিয়ে করা উচিত: শ্রীময়ী
বিচ্ছেদ হওয়া পুরুষকে বিয়ে করা উচিত বলে মন্তব্য করেছেন কলকাতার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
শ্রীময়ী বলেন, ‘আমি একটা কথা বলি, বিবাহবিচ্ছেদ পুরুষকে বিয়ে করা যে ভুল, এটা আমি একদম মানি না। আমি তো উল্টো কথাই বলব। কাঞ্চন আইনত বিবাহবিচ্ছেদ করেছে। এ রকম তো নয়, যে একসঙ্গে তিনটে-চারটে বিয়ে করেছেন। একসঙ্গে থাকতে না পারলে সম্পর্ক থেকে মানুষ সরে আসে। দুজনেই ভুল করে। সেই কাঞ্চন বিয়ের মধ্যে দিয়ে যেতে যেতে যে ভুল দেখতে পেয়েছে, সেই ভুল আর আমার সঙ্গে করবে না। আমি নিশ্চিত। তাই বিবাহবিচ্ছেদ পুরুষকেই বিয়ে করা উচিত বলে মনে করি।’
সদ্য বিয়ে করেছেন কলকাতার অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বিয়ের পর থেকেই এই জুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এত কিছুর পরও ভালোই চলছে তাদের সংসার।
বিয়ে নিয়ে সমালোচনার জবাবে শ্রীময়ী বলেন, ‘আমরা ভুল করলে সমালোচনা শুনতে প্রস্তুত। আজকাল তো কেউ কারও সমালোচনাই শোনে না। পুরো বিষয়টা অনভিপ্রেত। তবে একটা কথা না বলে পারছি না, কিছু ভালগার মানুষ আছেন। তারা যে ভাষায় আমাদের সম্পর্ককে প্রকাশ করেছেন শুধুমাত্র নিজেদের চ্যানেলে দর্শক বাড়ানোর জন্য, তা দেখে আমাদেরও খুব খারাপ লেগেছে।’
শ্রীময়ী আরও বলেন, ‘আসলে আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, তারপরে প্রেম। এই সম্পর্কের কম লড়াই তো ছিল না। পরকীয়া বলে আমাদের সমালোচনা করা হলো। এরপর কাঞ্চনকে বিবাহবিচ্ছেদ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল তার। আমার বিয়ে যে হবে সেটা কখনো ভাবিনি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি