দ্য হানড্রেড /
সাকিব-তামিমদের কিনল না কেউ, উপেক্ষিত বাবর-ওয়ার্নাররাও
আগামী জুলাইতে বসবে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট ‘দ্যা হানড্রেড’-এর চতুর্থ আসর। তার আগে, গতকাল বুধবার লন্ডনে হয়ে গেল টুর্নামেন্টটির ড্রাফট। যেখানে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ ১৫ বাংলাদেশি ক্রিকেটার। তবে দল পাননি কেউই।
দ্য হানড্রেডে সাকিব-তামিম ছাড়াও অনেক বড় বড় তারকা দল খুঁজে পাননি। এদের মধ্যে আছেন পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের জেসন রয় ও মার্ক উড।
বাবর-রিজওয়ান উপেক্ষিত থাকলেও পাকিস্তানিদের মধ্যে দল পেয়েছেন দুই পেসার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি এবং এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
পুরুষদের দ্যা হানড্রেডে নিবন্ধন করেছিলেন ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে সর্বোচ্চ শ্রেণি ১ লাখ ২৫ হাজার পাউন্ডে নাম লিখিয়েছেন ৭ জন বিদেশি ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ দামের শ্রেণিতে আছেন ৯ ক্রিকেটার। আর তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডের তালিকায় ১৪ জন ক্রিকেটার। সাকিব এই ক্যাটাগরিতেই। এর আগেও নিবন্ধন করলেও দল পাননি এই অলরাউন্ডার।
৬০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের দুইজন, তামিম ইকবাল ও লিটন দাস। ৫০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
বাকি ১০ ক্রিকেটার আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার সর্বনিম্ন দাম উল্লেখ করেননি। নারী বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র জাহানারা আলম নাম লিখিয়েছিলেন।