ইহসানুল করিমের স্মরণে দোয়া মাহফিল
প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদে আজ বৃহস্পতিবার বাদ জোহর প্রধানমন্ত্রীর সদ্য প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার, প্রেস উইংয়ের কর্মকর্তা, কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইহসানুল করিমের পরিবারের পক্ষ থেকে তার ছেলে মইনুল করিম (আভাস) উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত ১০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম মারা যান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে, তিনি রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৯-২০১৩ সালে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাসসে তিনি ১৯৭২ সালে স্টাফ রিপোর্টার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?