নিন্দুকদের স্পষ্ট জবাব দিলেন ‘আইটেম গার্ল’ শ্রীলেখা

বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১১:৫৫
শেয়ার :
নিন্দুকদের স্পষ্ট জবাব দিলেন ‘আইটেম গার্ল’ শ্রীলেখা

টলিউডের ঠোটকাটা অভিনেত্রী হিসেবে সুনাম রয়েছে শ্রীলেখা মিত্রের। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও এখনও খোলামেলা রূপে ঝড় তুলতে পারেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার আইটেম গানে নাচলেন এই অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, শ্রীলেখার পরবর্তী সিনেমার নাম ‘নেগেটিভ’। এ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। মাথায় সোনালি ব্যান্ড ও পরনে খোলামেলা পোশাক এই বেশেই বেশ কয়েকটি ছবি দিয়ে ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন তিনি। 

প্রথমবার ‘আইটেম গার্ল’ লুকে ছবি দেখে একদিকে যেমন প্রশংসা চলছে পাশাপাশি অন্যদিকে অনেকে ‘বডি শেমিং’ও করেছেন। আর এ নিয়ে নেটপাড়ায় চলছে বহু চর্চা। 

এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রীলেখাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই বয়সে আমি চ্যালেঞ্জটা নিয়েছি। আমাকে দেখতে কী রকম লাগছে তার থেকেও আমার কাছে প্রায়োরিটি ছিল, আমি নাচটাকে ঠিক করে এক্সিকিউট করতে পারব তো? এটা আমার নিজের কাছেই আমার চ্যালেঞ্জ ছিল। আর সেটা আমি পেরেছি। তাই কে কী বলল, আমার কিছু যায়-আসে না! 

অভিনেত্রী আর বলেন, আমার সঙ্গে গুলজার জি’র ছবি দেখে অনেকে জিজ্ঞেস করেছিল ‘যে ইনি জ্যোতি বসু কিনা?’ লোকজনের মন্তব্যে আমার সত্যিই কিচ্ছু বলার নেই। আমাকে ট্রোল করার জন্যে গুণগত শিক্ষার প্রয়োজন।’ 

শ্রীলেখা মিত্র বরাবরই স্পষ্টবক্তা। এবারেও নিন্দুকদের কথা পাত্তা না দিয়ে বরং আরও একধাপ এগিয়ে শক্ত জবার দিলেন ট্রোলারদের।

উল্লেখ্য, টলিউডে প্রায় তিন দশক কাটিয়ে ফেলেছেন। ছক ভেঙে বারবার নিজেকে প্রমাণ করেছেন। ছোটবেলা থেকে নাচ জানলেও এই প্রথমবার ‘নেগেটিভ’ ছবিতে শ্রীলেখা মিত্রকে দেখা যাবে আইটেম গার্ল হিসেবে। তবে সিনেমার নাম ‘নেগেটিভ’ হলেও অভিনেত্রী কিন্তু কোনওরকম নেতিবাচক মন্তব্যে কান দিতে নারাজ।