আজ ঢাকার কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ বৃহস্পতিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক-
প্রধানমন্ত্রীর কর্মসূচি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সকাল ১০টায় গণভবনে এ বৈঠক হবে। পরে সকাল ১০ টা ৪০ মিনিটে বিবিধ দাফতরিক কার্যাদি সম্পাদন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
বিএনপির কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় গুলশান চেয়ারপার্সন অফিসে স্বাধীনতা উদযাপন কমিটির বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন স্বাধীনতা উদযাপন কমিটি আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম। সঞ্চালনা করবেন স্বাধীনতা উদযাপন কমিটি সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ওবায়দুল কাদেরের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়ত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিং
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিং করবেন প্রাথমিক ও গণশিক্ষা রুমানা আলী। দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
নাছিমের কর্মসূচি
গাউসুল আজম মসজিদে গাউসিয়া কমিটির উদ্যেগে ইফতার মাহফিলের যোগ দেবেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। দিবাগত রাত সাড়ে ৩টায় নয়াপল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সেহরির দাওয়াতে অংশ নেবেন তিনি।
ট্রাফিক ব্যবস্থা নিয়ে ব্রিফিং
পবিত্র রমজান মাসে ট্রাফিক ব্যবস্থাপনা ও নির্দেশনা সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান। সকাল সোয়া ১০টায় ডিএমপির মিডিয়া সেন্টার এ ব্রিফিং হবে।
ভোক্তা অধিদফতরের কর্মসূচি
রমজান মাস উপলক্ষে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ও ফসল ডটকম লিমিটেডের উদ্যোগে ঢাকায় ২০টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকসেল এবং দোকানের মাধ্যমে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি উদ্বোধন করবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। বেলা ১১টায় কারওয়ান বাজারস্থ টিসিবিিসিবি ভবন চত্বরে এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।