রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ হান্নানের অবস্থা ‘আশঙ্কাজনক’

নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৪, ২১:৩৯
শেয়ার :
রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ হান্নানের অবস্থা ‘আশঙ্কাজনক’

রাজধানীর মালিবাগে সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হয়েছেন হোটেলের চার কর্মচারী। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ মোড়ে শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হোটেলের নান ও গ্রিল তৈরির কারিগর মো. হান্নান হোসেন (২৮), কারিগর মো. সবুজ (২০), হোটেল বয় মো. মারুফ (১৬) ও জুলহাস (১৮)। তারা সবাই মালিবাগ মোড়ে মেসে থাকেন।

হান্নান হোসেনের অবস্থা জানাতে গিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘হান্নান হোসেনের শরীরে ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে।’

হান্নান হোসেনের চাচাতো ভাই রুবেল বলেন, ‘সে (হান্নান) শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নান ও গ্রিল তৈরির কারিগর। সন্ধ্যায় খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে।’

দগ্ধ হান্নান হোসেনের বাড়ি বরিশালের ভোলা চরফ্যাশান উপজেলার চর মাইনকা গ্রামে। তার বাবা সিএনজিচালক আজিজ মোল্লা। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।

এর আগে দগ্ধদের তিনজনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী তৌহিদ আমাদের সময়কে বলেন, সন্ধ্যায় হোটেলের সামনে তারা ইফতার বিক্রি করছিলেন। সেখানে গ্যাস সিলিন্ডারের চুলায় ভাজাপোড়ার কড়াই ছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন ধরে তারা দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।