স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে যুবকের দ্বিতীয় বিয়ে
প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেছেন মামুন মোল্লা নামের এক ব্যবসায়ী।
সম্প্রতি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মামুন ওই গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে।
জানা গেছে, ছয় বছর আগে একই উপজেলার নবাবপুর ইউনিয়নের হাবিবুর বিশ্বাসের মেয়ে শাম্মি আক্তারের সঙ্গে মামুন মোল্লার বিয়ে হয়। শাম্মি তার খালাত বোন ছিলেন। এর মধ্যে শাম্মি তপন নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ২ মার্চ রাতে তপনের সঙ্গে শাম্মি আক্তার পালিয়ে যান।
গত রবিবার ফরিদপুরের মধুখালি উপজেলার আশাপুর এলাকায় দ্বিতীয় বিয়ে করেন মামুন। বিয়ে করতে যাওয়ার আগে আধা মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।
মামুন মোল্লা বলেন, ‘শাম্মি আমার খালাত বোন। পারিবারিকভাবে ৬ বছর আগে আমাদের বিয়ে হয়। গত ২ মার্চ রাতে আমি দোকানে থাকা অবস্থায় শাম্মি পালিয়ে যায়। আমার মা বলেছিল দ্বিতীয় বিয়ে করার আগে দুধ দিয়ে গোসল করতে। তাই মায়ের ইচ্ছা পূরণ করতে দুধ দিয়ে গোসল করে বিয়ে করতে গিয়েছিলাম।’