পরীমণির সঙ্গে মধুমিতা

বিনোদন প্রতিবেদক
২০ মার্চ ২০২৪, ১২:১৭
শেয়ার :
পরীমণির সঙ্গে মধুমিতা

টালিউডের এখন রাজত্ব করছে গোয়েন্দা গল্পের সিনেমাগুলো। ‘ফেলুবকসি’ নামে নতুন এক গোয়েন্দা গল্পনির্ভর সিনেমা বানাচ্ছেন নির্মাতা দেবরাজ সিনহা। আর এতে প্রথমবারের মতো গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন সোহম চক্রবর্তী। তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমণি। এই প্রথম জুটি হচ্ছেন তারা।

তবে নতুন খবর হলো, থ্রিলার ঘরানার এ সিনেমাতে পরীমণি ও সোহমের সঙ্গে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। যিনি ‘পাখি’ নামেই বেশি পরিচিত ভক্তদের কাছে।

‘ফেলুবকসি’ সিনেমার শুটিংয়ের জন্য এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন পরী। আগামী ২৬ মার্চ থেকে এর শুটিং শুরুর কথা রয়েছে। বর্তমানে চলছে সিনেমার রিহার্সেল।

এদিকে, বাংলাদেশ-ভারতে যৌথভাবে প্রযোজনায় এর আগেও অভিনয় করেছেন পরীমণি। তবে এবারই প্রথম কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।

সর্বশেষ পর্দায় পরীকে দেখা গেছে গেল ভালোবাসা দিবসে ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে তার সহশিল্পী এবিএম সুমন। এছাড়াও সম্প্রতি রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ শেষ করেছেন বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী।

অন্যদিকে, স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান মধুমিতা সরকার। এরপর কাজ করেছেন বেশ কিছু সিনেমায়। তাকে দেখা গেছে ‘লাভ আজকাল পরশু’, ‘চিনি’, ‘কুলের আচার’, ‘দিলখুশ’, ‘চিনি ২’সহ বেশ কিছু সিনেমায়।