গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন আরাফাত (২১) নামের একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।
এ তথ্য নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম। তিনি জানান, সিলিন্ডার বিস্ফোরণে ইয়াসিন আরাফাতের শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল।
গাজীপুরের কালিয়াকৈরে টপস্টার এলাকায় থাকতেন ইয়াসিন আরাফাত। গত ১৩ মার্চ কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৫ জন দগ্ধ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলে। দগ্ধ ১৬ জন চিকিৎসা নিচ্ছেন বার্ন ইনস্টিটিউটে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার