বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শামীম ওসমান

অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ২০:১৪
শেয়ার :
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শামীম ওসমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের শয্যায় এ কে এম শামীম ওসমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আজ মঙ্গলবার সকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার এনজিওগ্রাম করা হলে সেখানে সবকিছু স্বাভাবিক পাওয়া যায়।

শামীম ওসমান বর্তমানে সুস্থ আছেন। ছেলে অয়ন ওসমানের করা একটি ভিডিওতে নিজেই এ তথ্য জানিয়েছেন শামীম ওসমান।

আজ ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন অয়ন ওসমান। ভিডিওতে শামীম ওসমানকে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায়। তবে তিনি সুস্থ আছেন বলে ভিডিওতে বার্তা দেন।

শামীম ওসমানের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।