নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১৯ মার্চ ২০২৪, ১৪:০৭
শেয়ার :
নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু

রাজধানীর ভাটারা সোলমাইদ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে মো. রাজু ভুইয়া (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সোলমাইদ বসুমতি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত রাজু চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে। বর্তমানে সোলমাইদ একটি মেসে থাকতো। দীর্ঘদিন ধরে রাজু ওই রেস্টুরেন্টে কাজ করে আসছিল।

হাসপাতালে রাজুর সহকর্মী আফসার উদ্দিন জানান, সোলমাইদ আনসার ক্যাম্পের গেটের পাশে মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্টে বাবুর্চীর কাজ করতো রাজু। সকালে রেস্টুরেন্টের সামনে সানসেটের নিচে বসে বেগুন কাটার কাজ করছিল। সে সময় পাশের নিমার্নাধীন ১০ তলা ভবনের উপর থেকে একটি লোহার পাইব নিচে পড়ে ইস্পিং করে পাইটি এসে তার বুকে লাগে এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসা হয়।

প্রথমে তাকে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে অবগত করা হয়েছে।