ক্যাটরিনা যেভাবে শাশুড়ির মন জিতেছেন
খাদ্যাভাসের কারণে পুত্রবধূ ক্যাটরিনা কাইফকে খুবই পছন্দ করেন ভিকি কৌশলের মা ভিনা কৌশল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন ভিকি।
অভিনেতার ভাষ্য, সবজি খেতে পছন্দ করেন না তিনি। এ নিয়ে তার মায়ের আফসোসের শেষ নেই। তবে ব্যতিক্রম ক্যাটরিনা। প্রায় সব ধরনের সবজিই পছন্দ করেন ক্যাটরিনা। আর তাই পুত্রবধূকে নিয়ে বেজায় খুশি শাশুড়ি। সম্প্রতি দুজনের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন ভিকি কৌশল।
ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার চেয়ে বেশি ভেজিটেরিয়ান। ও সাধারণ খাবার পছন্দ করে। আমার মা খুব খুশি হন ও বাসায় থাকলে। কারণ তিনি আমাদের দুই ভাইকে লাউ ও ঝিঙে খাওয়াতে পারেননি। এখন তার পুত্রবধূ এগুলো প্রতিদিন খায়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অভিনেতা জানিয়েছেন তিনি রাঁধতে পারেন না। শুধু চা এবং ডিম ভাজতে পারেন। সেটাও শিখেছেন লকডাউনে। তবে তার ছোট ভাই কম-বেশি সবই রাঁধতে পারে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ভিকি আরও জানান, ক্যাটরিনা প্যানকেক পছন্দ করেন। আর ভিকি পছন্দ করেন ছোলা ভাটুরে। ভিকি জানান, অন্য আর সব সাধারণ দম্পতির মতোই জীবন যাপন করেন তারা। শুধু পেশার খাতিরে লাইমলাইটে থাকা হয় তাদের।
উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানে চার হাত এক হয়েছিল ভিকি-ক্যাটরিনা। আগামীতে ‘ছাবা’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে টাইগার থ্রি সিনেমায়।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’