আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সকাল ১০টায় শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব হ্রাসকরণ ও চিকিৎসা সেবা সুসমন্বিতকরণের বিষয়ে ব্রিফ করবেন তিনি।
ধর্মমন্ত্রীর কর্মসূচি:
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে ‘হজ-২০২৪’ বিষয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় বেইলি রোডে অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ওবায়দুল কাদেরের কর্মসূচি:
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নাছিমের কর্মসূচি:
বেলা ১১টায় ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ করা হবে। সেগুন বাগিচায় সামাজিক কেন্দ্রের ৩য় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
যুবলীগের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রি বিতরণ করা হবে। বেলা ১১টায় মহাখালীতে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।
গয়েশ্বর চন্দ্র রায়ের কর্মসূচি:
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
পুলিশের কর্মসূচি:
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়ক/সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের কর্মসূচি:
অসাধু চক্রের হাত থেকে শেয়ার বাজারকে রক্ষার দাবিতে দুপুর ১২টায় ডিএসইর মতিঝিল ভবনের সামনে মানববন্ধন করবে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।