মাহমুদ কলি যোগ দেওয়ায় সরগরম নির্বাচনী মাঠ

বিনোদন সময় প্রতিবেদক
১৯ মার্চ ২০২৪, ০০:০০
শেয়ার :
মাহমুদ কলি যোগ দেওয়ায় সরগরম নির্বাচনী মাঠ

১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ২৭ এপ্রিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনে মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল থাকবেন একটি প্যানেলে। অপর প্যানেলটি হচ্ছে কলি-নিপুণের। শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনা-সমালোচনার পাশাপাশি চমক। শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে কাঞ্চন-নিপুণের ২১ জনের পরিষদ একাট্টা হয়ে নির্বাচনী মাঠে ছিলেন। এবার এদের অর্ধেকের বেশি সদস্য নিপুণের সঙ্গে নেই। এদের কেউ কেউ সরাসরি ডিপজল-মিশা প্যানেলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে সর্বপ্রথম নির্বাচন থেকে সরে দাঁড়ান সংগঠনের সভাপতি ইলিয়াস কাঞ্চন। এবার তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, গত নির্বাচনে একজন বড় নেতার অনুরোধে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।

আশির দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি অংশ নিচ্ছেন এবারের শিল্পী সমিতির নির্বাচনে। যা ঠিক হয়েছে ১৭ মার্চ। সংবাদ সম্মেলনে কলির ভাষ্য, আমি সিনেমা করতে আসিনি। শিল্পী ও অন্যদের মাঝে সেতুবন্ধ করতে এসেছি। শিল্পী সমিতিকে এগিয়ে নিয়ে যাব, শিল্পীদের স্বার্থে কাজ করব, চলচ্চিত্র শিল্পের স্বার্থে কাজ করব। বিগত দিনে শিল্পী সমিতির কর্মকাণ্ড নিয়ে গুণী এই অভিনেতা বলেন, অনেক কিছু দেখেছেন, শুনেছেন কিন্তু আমি মনে করেছি এবং আমি দেখেছি কিন্তু এই সমস্যার মধ্যেও নিপুণ আক্তার বলিষ্ঠ চিত্তে শিল্পীদের স্বার্থে নিজেকে নিবেদন করেছেন। আমি মনে করলাম এই মুহূর্তে আমার প্রয়োজন আছে। সেটা চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য, চলচ্চিত্র শিল্পের জন্য। আমি আমার দক্ষতা, বিচক্ষণতা, অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিপুণ আক্তারকে সঙ্গে নিয়ে এবং পুরো কমিটিকে সঙ্গে নিয়ে একসঙ্গে এগিয়ে যাব। শিল্পীদের জন্য এবং শিল্পের জন্য কাজ করব এই বিশ্বাসে তার সঙ্গে সভাপতি হিসেবে দাঁড়ানোর জন্য সম্মতি দিয়েছি।

এদিকে নিপুণ প্যানেল থেকে সরে গিয়ে নানা শাহ, শাহনূর, ডিএ তায়েব, ফাইটার আরমান যোগ দিয়েছেন ডিপজল-মিশা প্যানেলে। আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছেন ডিপজল-মিশা প্যানেল থেকেই। মাহি বলেন, ‘আমি যদি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিই তবে মিশা ভাইদের প্যানেল থেকেই অংশ নেব। এই প্যানেলের প্রতি আমার দুর্বলতা বেশি। আমার যে কোনো বিপদে যাদের আমি পাশে পাব তাদেরই তো সব সময় সাপোর্ট করব। যখন যে সমস্যা হয়েছে মিশা ভাইদের ফোন করেছি তারা এগিয়ে এসেছেন। সেই কারণে এই প্যানেল থেকে শিল্পী সমিতির নির্বাচন করার সম্ভাবনা বেশি।’ অন্যদিকে উভয় প্যানেল থেকে ডাক পেলেও নির্বাচন করার ইচ্ছা নেই বলে জানিয়েছেন চিত্রনায়ক নিরব। নিরব বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনের আগে-পরে সিনেমার শুটিং, ঈদের কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকব। সেই কারণে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করার সময় পাব না। আমাকে দুই প্যানেল থেকেই ডাকা হয়েছে। কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই।’ শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে আছেন খোরশেদ আলম খসরু, আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম।