লোকসভা নির্বাচনের আগে কর্মকর্তাদের রদবদল

পশ্চিমবঙ্গে রাজীব কুমারের বদলি নিয়ে সমালোচনায় তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ০০:০০
শেয়ার :
লোকসভা নির্বাচনের আগে কর্মকর্তাদের রদবদল

ভারতের নির্বাচন কমিশন গতকাল সোমবার গুজরাট, বিহার, উত্তরপ্রদেশের শীর্ষ আমলাসহ ছয়জন স্বরাষ্ট্র সচিবকে অপসারণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে পুলিশের প্রধান রাজীব কুমারকে বদলির নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন শাসক দল তৃণমূলের নেতৃবৃন্দ। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন লোকসভা নির্বাচনের আর প্রায় মাস খানেক বাকি রয়েছে। গত শনিবার নির্বাচনের তফসিল ঘোষণার পর এটি প্রথম পদক্ষেপ। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনের পাশাপাশি ১৩ রাজ্যের ২৬টি উপনির্বাচনে সব রাজনৈতিক দল যেন লেভেল প্লেইং ফিল্ড পায় তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের পুলিশপ্রধান রাজীব কুমারকে বদলির সিদ্ধান্তের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। কুণাল বলেন, এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে বিজেপি দখল করতে চাইছে। তারা এজেন্সিগুলোকে ইতোমধ্যে দখল করে ফেলেছে। নির্বাচন কমিশনে বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে নিজেদের লোক বসানোর ব্যবস্থা করছে বিজেপি। ভোটের দিন তারিখ ঘোষণার পরই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। ডিজিকে (রাজীব কুমার) সরিয়ে দেওয়া হলো। বিজেপি আসলে এ ধরনের সংস্থাগুলোকে দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রক্রিয়া শুরু করেছে। এই সিদ্ধান্তেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে।

প্রসঙ্গত গত শনিবার লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট অনুযায়ী সাত দফায় নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল আর শেষ হবে ১ জুন। ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন।

এখন পর্যন্ত জনমত জরিপে সারাদেশে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। এটি হলে এবারই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির হ্যাটট্রিক হতে চলেছে।