জামিন না পেয়ে আদালত ভবন থেকে লাফ

সিলেট ব্যুরো
১৮ মার্চ ২০২৪, ২২:২১
শেয়ার :
জামিন না পেয়ে আদালত ভবন থেকে লাফ

জামিন নামঞ্জুর হওয়ায় সিলেটে আদালত ভবনের চতুর্থ তলার বারান্দা থেকে লাফ দিয়ে শাকিল আহমদ (২৯) নামের এক আসামি গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আজ সোমবার বেলা ১১টা ১৫ মিনিটে আদালতে হাজিরা শেষে হাতকড়া পরা অবস্থায় দৌড়ে চতুর্থ তলায় উঠে বারান্দা থেকে লাফ দেন শাকিল। পরে দ্বিতীয় তলার সানসেডে পড়ে মাথা, হাত–পা, পিঠে আঘাত পান তিনি।


আহত শাকিল জেলার জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজার এলাকার আটগ্রামের বাসিন্দা। এক মেয়েকে কুপিয়ে জখমের মামলায় শাকিল আট মাস ধরে কারাগারে রয়েছেন।


সিলেট সদর কোর্ট পুলিশের পরিদর্শক এনামুল মনোয়ার জানান, একটি মেয়েকে কুপিয়ে জখমের মামলায় শাকিল আট মাস ধরে কারাগারে রয়েছেন। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এতদিন কারাগারে থাকায় জামিন দেওয়ার জন্য নিজেই বিচারকের প্রতি অনুরোধ করেন। কিন্তু বিচারক তা নামঞ্জুর করেন। পরে এজলাস থেকে বের হয়েই এমন কাণ্ড ঘটান তিনি।


তিনি বলেন, পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিলকে আহত অবস্থায় দেখেন। এরপর হাসপাতালে পাঠানো হয় তাকে।



এনামুল মনোয়ার বলেন, মামলার নথিপত্র থেকে জানা গেছে, শাকিল মানসিক ভারসাম্যহীন। নথিপত্রে তার ডাক্তারি কাগজপত্রও রয়েছে।


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, শাকিলের একটি পা ভেঙে গেছে। পায়ের পেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। থুতনি কেটে গেছে। পা ভারী জিনিস নিয়ে টানা দিয়ে রাখা হয়েছে। তাকে অর্থোপেডিক বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি ঝুঁকিমুক্ত আছেন।