এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের ঘটনায় শিপার্স কাউন্সিল চেয়ারম্যানের উদ্বেগ
আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে মধ্যপ্রাচ্যের আবুধাবি যাওয়ার সময় গত মঙ্গলবার সোমালিয়ার জলদস্যুদের হাতে ২৩ জন নাবিকসহ বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের চেয়ারম্যান মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘আমাদের আমদানি-রপ্তানি ব্যবসা এবং জাহাজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত আবশ্যক। এই ছিনতাইয়ের ঘটনায় আমাদের নাবিকদের জীবন যেমন অনিশ্চিত হয়ে পড়েছে তেমনি আমাদের আমদানি-রপ্তানি ব্যবসায় একটি বড় ধরনের বিঘ্ন ঘটার কারণ হয়ে দাঁড়িয়েছে। যতদূর বোঝা যায় আমাদের কমগতিশীল ও দুর্বল জাহাজকে জলদস্যুরা টার্গেট করেছে এবং এছাড়া জাহাজে ‘সেফগার্ড’ হিসেবে কোনো সশস্ত্র নিরাপত্তা রক্ষী এবং জলকামানও ছিলনা। এসব ব্যাপারে নিশ্চিত হয়েই জলদস্যুরা এই ছিনতাইয়ে অগ্রসর হয়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ ব্যাপারে শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম সরকার এবং সংশ্লিষ্ট জাহাজ মালিকের কাছে ২৩ জন নাবিককে উদ্ধার করে সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানান। যেহেতু এই ঝুঁকিপূর্ণ রুট দিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সিংহভাগ সংগঠিত হয়ে থাকে এ কারণে জাহাজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের বিদেশি দূতাবাসসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।