গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় দেবর গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে গৃহবধূকে (২৪) ধর্ষণ ও তা মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে করা মামলায় রুবেল মাল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ছে। আজ সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
গ্রেপ্তার হওয়া রুবেল উপজেলার দেবোত্তার গরিলা এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুবেল মাল ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। কিন্তু চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী পোষা গরু-ছাগল দেখতে গেলে, রুবেল ঘরে ঢুকে লুকিয়ে থাকে। পরে রাত সোয়া ১০ টার দিকে রুবেল ঘরের চৌকির ওপর উঠে ভুক্তভোগীকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। একই সঙ্গে রুবেল তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে রুবেল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয় এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নাটোর জেলার গুরুদাসপুর থানায় ১৫ মার্চ একটি ধর্ষণ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য নাটোর, র্যাব-৫ -এর কাছে সহযোগিতা চান। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামি রুবেল মালের অবস্থান সনাক্ত করা হয়। গত রবিবার রাতে অভিযান চালিয়ে একই উপজেলার বিন্দা বনপুর গ্রাম থেকে আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে আসামিকে র্যাব গুরুদাসপুর থানায় হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।