সাগরে লাফ দিয়ে আহত চিত্রনায়ক ইমন
বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সুন্দরবনে চলছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং। আজ সোমবার সকালে এতে অংশ নেন চিত্রনায়ক ইমন ও অন্যান্যরা। এ সময় একটি দৃশ্যে তাকে সাগরে লাফ দিতে হবে। আর সে দৃশ্য করতে গিয়ে গুরুতর আহত হন ইমন।
জানা যায়, অসাবধানতাবশত তার পায়ে ঢুকে যায় জাহাজের নোঙরের সুঁচালো লোহা। প্রাথমিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বর্তমানে তার পায়ের অবস্থা খুব একটা ভালো না বলে জানিয়েছেন শুটিং ইউনিটের একাধিকজন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তাদের কথায়, আজ অনেকগুলো ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং ছিল। সকালে ইমনের একটি দৃশ্য ছিল সাগরে লাফ দেওয়ার। সেই ঝুঁকিপূর্ণ দৃশ্য করতে গিয়েই ইমনের পায়ে নোঙরের লোহা ঢুকে যায়।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেটিই বড় আয়োজনের এ সিনেমায় তুলে ধরা হবে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল, ইমন, নিরব, রোশান, শিপন, সাঞ্জু, জয় চৌধুরী, অমিত হাসান, পল্লব, ইশতিয়াক আহমেদ রুমেল, নিপুণ, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, ড্যানি সিডাক, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর। এটি নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব কুমার।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’