৩৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ১৪:৩৭
শেয়ার :
৩৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ৩৪০ বস্তুা চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ ও জুবাইদ হোসেন (১৬) নামের একজনকে আটক করা হয়। পরে আটক হওয়া জুবাইদকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

আজ সোমবার দুপুরে আটক হওয়া জুবাইদকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রবিবার রাতে দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাচালনটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারত থেকে আনা চিনি ভর্তি একটি বড় কাভার্ড ভ্যান পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় সড়কে দাঁড়ানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রবিবার রাতে সেখানে অভিযান চালন। এ সময় বাংলাদেশী ৫০ কেজির বস্তুায় ভরা ভারতীয় ১৬ হাজার ৯৮৫ কেজি চিনি, একটি কাভার্ড ভ্যান জব্দসহ জুবাইদ হোসেন নামের একজনকে আটক করা হয়। জুবাইদ ট্রাকের হেল্পার, তার বাড়ি নোয়াখালী। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ২০ লাখ ৩৮ হাজার ২০০ টাকা।

পুলিশ আরও জানায়, ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির নামে বিভিন্ন স্থানে পাচার করা হতো।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সলিমউদ্দিন বাদী হয়ে আটক হওয়া জুবাইদসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। আজ আটক হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।