‘অভিনয় না, নেতৃত্ব দিতে এসেছি’

বিনোদন প্রতিবেদক
১৮ মার্চ ২০২৪, ১৪:৩০
শেয়ার :
‘অভিনয় না, নেতৃত্ব দিতে এসেছি’

চিত্রনায়ক মাহমুদ কলি, আশি-নব্বই দশকের দাপুটে অভিনেতা। পারিবারিক নাম মাহমুদুর রহমান উসমানী। তিনি চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলির ছোট ভাই। মূলত ভাইয়ের হাত ধরেই সিনেমায় পা রাখেন কলি। এরপর দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা। ব্যক্তিগত কারণে নব্বই দশকে অভিনয় থেকে দূরে সরে যান এই চিত্রনায়ক। ব্যস্ত হয়ে ওঠেন ব্যবসায়।

আশির দশকের জনপ্রিয় এই অভিনেতা মাহমুদ কলি এবার অংশ নিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। তিনি হচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তারের প্যানেলের সভাপতি। গতকাল রবিবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিপুণ।

এ সময় তিনি বলেন, ‘আমি অভিনয় করতে আসিনি, এসেছি নেতৃত্ব থেকে। শিল্পী ও অন্যান্যদের মাঝে সেতুবন্ধন করতে এসেছি। শিল্পী সমিতিকে এগিয়ে নিয়ে যাব, শিল্পীদের স্বার্থে কাজ করব, চলচ্চিত্র শিল্পের স্বার্থে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘১৯৮৪ সালে চলচ্চিত্র শিল্পী সমিতি গঠনের সময় থেকে আমি এই সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। অতীতে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র, শিল্পীসহ এই শিল্পের পাশে ছিলাম। এ ছাড়া অতীতে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম। সেই সময়ও আমার সাধ্যমতো দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বর্তমানে আমি অভিনয় থেকে দূরে আছি- তার মানে এই নয় যে শিল্পী সমিতি বা শিল্পী সমাজ থেকে আমি দূরে আছি। আমি এখানে এসেছি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে থেকে, যোগ্য নেতৃত্ব দিয়ে এই সমিতিকে ভালো পর্যায়ে নিয়ে যেতে।’

এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর। সমিতির বেশ ক’বারের সভাপতি ছিলেন। এ নিয়ে কোনো চাপ অনুভব করবেন কিনা জানতে চাইলে মাহমুদ কলি বলেন, ‘মিশা সওদাগর আমার ছোট ভাই। আমি যখন সভাপতি ছিলাম বা সাধারণ সম্পাদক ছিলাম, মিশা সব সময় আমার পাশে থেকে শিল্পীদের জন্য কাজ করেছে। মিশা ভালো মানুষ। আর নির্বাচন হবে নির্বাচনের মতো। নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রত্যেক সদস্য যেন বিচার-বিবেচনা করে ভোট দেয় সেটিই হবে বড় কথা।’

মাহমুদ কলির প্রথম সিনেমা ‘মাস্তান’। তিনি এই সিনেমায় সহশিল্পীর ভূমিকায় ছিলেন। এরপর ১৯৭৮ সালে অশোক ঘোষের ‘তুফান’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাহমুদ কলি ৬১টি সিনেমায় অভিনয় করেছেন।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ২৭ এপ্রিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনে মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল থাকবেন একটি প্যানেলে। অপর প্যানেলেটি হচ্ছে কলি-নিপুণের।