মা হচ্ছেন গায়িকা লিজা

বিনোদন প্রতিবেদক
১৮ মার্চ ২০২৪, ১২:০৭
শেয়ার :
মা হচ্ছেন গায়িকা লিজা

ঘরোয়া আয়োজনে ২০২২ সালে বিয়ে করেন ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা সানিয়া সুলতানা লিজা। বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে লিজার বিয়ের খবরটি প্রকাশ্যে আসে গেল বছর নভেম্বরে।  

এবার জানা গেল মা হচ্ছেন লিজা। আর সেটি নিশ্চিত করেছেন গায়িকার বাবা হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সঙ্গে আমেরিকায়। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।’

এদিকে, লিজার বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ্যে এনেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।’


এদিকে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় গায়িকা লিজার। একটা সময় লিজা ও সবুজ সম্পর্কে জড়ান। এরপর পারিবারিক সিদ্ধান্তে ২০২২ সালে বিয়ে করেন তারা।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ তার।