আমি হারলে মার্কিন গণতন্ত্রের অবসান ঘটবে

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্পের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ০০:০০
শেয়ার :
আমি হারলে মার্কিন গণতন্ত্রের অবসান ঘটবে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হেরে গেলে দেশটির গণতন্ত্রের অবসান ঘটবে। রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট পদপ্রার্থী ওহিওতে সমর্থকদের সঙ্গে কথা বলার সময় ২০২০ সালের নির্বাচন নিয়ে তার ভিত্তিহীন দাবিরও পুনরাবৃত্তি করেন। এমনকি তিনি না জিতলে ‘রক্তগঙ্গা’ বয়ে যাওয়ার বিষয়েও সতর্ক করেছেন। খবর রয়টার্সের।

ট্রাম্প কোনো প্রমাণ হাজির না করেই আবার দাবি করেছেন, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় ছিল নির্বাচনী জালিয়াতির ফলাফল। জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করার দায়ে ট্রাম্প বর্তমানে ফৌজদারি অভিযোগের অধীনে রয়েছেন। আর এর মধ্যেই চলতি সপ্তাহে রিপাবলিকান মনোনয়ন পাওয়ার জন্য যথেষ্ট সমর্থন পেয়ে গেছেন তিনি।

ট্রাম্প শনিবার ডেটনে তার সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন মন্তব্যটি করেন, যারা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে দাঙ্গা ও হামলার জন্য কারাগারে রয়েছেন। রয়টার্স ট্রাম্পের ‘রক্তগঙ্গা’ মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার শিবিরের মুখপাত্র জেমস সিঙ্গার ট্রাম্পের ‘চরম পন্থা’, ‘প্রতিশোধের প্রতি তার তৃষ্ণা’ এবং তার ‘রাজনৈতিক সহিংসতার হুমকির’ নিন্দা করেন। ২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরের বার তথা ২০২০ সালের নির্বাচনে তিনি হেরে যান জো বাইডেনের কাছে। এবার আবার বাইডেনের মুখোমুখি হচ্ছেন এই ধনকুবের। ৫ নভেম্বর এ নির্বাচন হবে।