কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ২১:০১
শেয়ার :
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কুমিল্লার নাঙ্গলকোটে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার বিকেলে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম এ কমিটি গঠন করেন। 

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী আবদুল হানিফ, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) সজীব হাসনাত।

বগি লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ খুঁজে বের করে প্রতিবেদন জমা দিতে ৩ দিনের সময়সীমা বেধে দেওয়া হয়েছে। 

এর আগে, আজ দুপুরে নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সঙ্গে ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে।