যে কারণে বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটে। আজ রবিবার দুপুরের এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
গরমের কারণে রেললাইন বেঁকে ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
মোহাম্মদ নাজমুল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানতে পারিনি। ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম অভিমুখী লাইন সচল আছে। ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এবং অন্য রুট থেকে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক আছে।