ওটিটিতে আত্মতৃপ্তি নিয়ে অভিনয় করছি
জনপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। ব্যস্ত সময় পার করছেন মিডিয়ার সব মাধ্যমে। কাজ করছেন নাটক, বিজ্ঞাপন, ওটিটি ও সিনেমায়। বর্তমান ব্যস্ততা নিয়ে কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ
অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান ব্যস্ততা কেমন? সামনে কোন কাজগুলো দর্শক দেখতে পাবে?
নাজমুল রনির পরিচালনায় সাত পর্বের নাটক ‘পিস্তল ও বুলেট’ নামের একটি কমেডি নাটক শেষ করলাম। এ ছাড়া বেশ কয়েকটি একক নাটকেও দেখা যাবে। সম্প্রতি একটি নাটকের কাজ শেষ করলাম। বিটিভির জন্য নির্মিত হয়েছে নাটকটি। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ নাটক ‘অহংকার’। এটি প্রচার হবে আগামী ১৭ মার্চ।
দর্শক এখন ঝুঁকছে ওটিটির দিকে। ওটিটিতে আপনার ব্যস্ততা কেমন?
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
চরকি নির্মিত ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর একটি কনটেন্টে আমি কাজ করছি। ‘ থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’। পরিচালনা করেছেন রেজাউর রহমান।
এখানে আপনার চরিত্র ও গল্প সম্পর্কে বলুন।
এখানে আমি অভিনয় করেছি একজন স্বনামধন্য ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে দেখা যাবে। মূলত এটি একটি প্রেমের গল্প। প্রেমের টানাপোড়েন দেখা যাবে। এ ছাড়াও দীপ্ত প্লের জন্য ‘হাইড অ্যান্ড সিক’ ওয়েবফিল্মে অভিনয় করেছি। এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ফিল্মটি। এখানে আমাকে ক্রাইম রিপোর্টারের চরিত্রে দেখা যাবে। ওটিটিতে আমি বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তোলার দারুণ সুযোগ পাচ্ছি। এবং কাজগুলো করে শিল্পী হিসেবে খুব আত্মতৃপ্তি পাচ্ছি। ওটিটির ব্যস্ততা আরও বাড়বে। কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
একটা সময় আপনাকে ধারাবাহিক নাটকগুলোতে নিয়মিত দেখা যেত। এখন সেভাবে দেখা যাচ্ছে না কেন?
অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। এর মধ্যে ‘গুলশান এভিনিউ’, ‘খলনায়ক’, ‘পরের মেয়ে,’ নাটকে অভিনয় করে ব্যাপক সাড়া পেয়েছি। ধারাবাহিকগুলোতে অভিনয় কমিয়ে দিয়েছি। আমি সব সময় ভালো গল্পের নাটকে অভিনয় করার চেষ্টা করেছি। বিভিন্ন মাধ্যমে ব্যস্ততার কারণে ধারাবাহিকে সেভাবে আর সময় দিতে পারছি না।
প্রত্যেক অভিনেতার স্বপ্ন থাকে বড়পর্দা নিয়ে। আপনার ইচ্ছার কথা জানতে চাই।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
বড়পর্দায় আমার শুরুটা ভালোভাবে হয়নি। এটা ব্যাডলাক কিনা জানি না। আরশাদ আদনান ভাইয়ের প্রডাকশন হাউস থেকে ‘টার্গেট’ নামের একটি সিনেমা শুটিংয়ের পর রিলিজ হয়নি। এরপর রায়হান রাফির ‘স্বপ্নবাজি’র শুটিং করে ছিলাম। করোনার কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়। পরে আর শেষ হয়নি। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল আমার কি সিনেমার ভাগ্য ভালো না? আমি আসলে ভালো প্রজেক্টের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে ২০২৩-এর শেষের দিকে সিনেমা নিয়ে কথা হয় আরাফাত হোসেনের সঙ্গে। সিনেমার নাম ‘রঙ্গনা’। তখনো আমি মহরত পর্যন্ত কারোর সঙ্গে শেয়ার করিনি। এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় নায়িকা শাবনূর। সিনেমার গল্প ভালো লেগেছে। আমি মনে করি দর্শকরা এ সিনেমার মাধ্যমে আমাকে নতুন করে পাবে।