নির্মাতা জিয়াউল হক পলাশের ‘সন্ধ্যা ৭টা’

বিনোদন প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪, ১৭:৩৭
শেয়ার :
নির্মাতা জিয়াউল হক পলাশের ‘সন্ধ্যা ৭টা’

জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। দর্শকদের কাছে তার পরিচিতি কাবিলা, ড্যান্সার শাহ আলম, সামি ইত্যাদি নামে। জনপ্রিয় এই অভিনেতা একজন নির্মাতাও। তবে অভিনয় ব্যস্ততার কারণে নির্মাণের খুব একটা সময় মেলাতে পারেন না তিনি। অবশেষে দীর্ঘদিন পর নির্মাণে এলেন পলাশ। এই ঈদে নতুন নাটক নির্মাণ করছেন তিনি। নাম ‘সন্ধ্যা ৭টা’। কাজটি নিয়ে পলাশ তো বটেই, তার ঘনিষ্ঠজনেরাও ভীষণ উচ্ছ্বসিত।

নাটকে কারা অভিনয় করছেন, সেটা স্পষ্ট করেননি পলাশ। তবে তিনি জানান, যারা মূলত পলাশের নিয়মিত সহশিল্পী, তারাই এতে অভিনয় করছেন।

নতুন নির্মাণ প্রসঙ্গে পলাশের ভাষ্য, ‘বরাবরই বলি, পরিচালনাই আমার প্রথম আবেগ-ভালোবাসা। অভিনয় ব্যস্ততায় হয়তো বেশি কাজ করা হয় না। অবশ্য আমি নিজেও ভূরি ভূরি কাজ করতে চাই না। খুব বেছে, সময় নিয়ে তবেই নির্মাণ করি। এবারের গল্পটা গ্রামীণ প্রেক্ষাপটের। প্রথমবার এমন ধাঁচের গল্পে নাটক বানালাম।’

‘সন্ধ্যা ৭টা’কে রোমান্টিক কিংবা কমেডি কোনো নির্দিষ্ট ছকে ফেলতে চান না এই অভিনেতা। তার ভাষ্য, ‘এটাকে আমি বলতে চাই মিক্সড ঘরনরা। এখানে হাসি, আনন্দ, প্রেম, বেদনা সবকিছুর আঁচ রয়েছে। সব কিছুর সমন্বিত একটা স্বাদ পাবেন দর্শক।’

জিয়াউল হক পলাশ জানান, ঈদ আয়োজনে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘সন্ধ্যা ৭টা’। এটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে ঈদের দিন সন্ধ্যা ৭টায়।