গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদ ভাঙচুর

ফুলবাড়িয়া প্রতিনিধি
১৬ মার্চ ২০২৪, ১৬:৫৩
শেয়ার :
গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদ ভাঙচুর

ময়মনসিংহের ফুলবাড়িয়ার সরাতিয়া গ্রামে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সরাতিয়া বড়পুকুর পাড় জামে মসজিদে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় মসজিদের সভাপতি বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফুলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, সরাতিয়া গ্রামের স্থানীয় মোবারক ফকির ও তাহের গংদের সঙ্গে গভীর নলকূপের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। যে দ্বন্দ্ব পরিশেষে গড়িয়েছে মসজিদে। এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় সম্প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আলাদা পাঞ্জেগানা (ওয়াক্তিয়া মসজিদ) নির্মাণ করা হয়েছে। গতকাল শুক্রবার উভয় পক্ষ সম্মিলিতভাবে জুমার নামাজ আদায় করেন। পরে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে উভয় গ্রুপের আলোচনার কথা হলেও শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তাহের, খলিল, শাখাওয়াত, আব্বাসসহ প্রায় ৩০-৪০ জন মিলে বড় হাতুড়ি, শাবল দিয়ে মসজিদ করে আইপিএস, মাইক, ফ্যানসহ মসজিদে ব্যবহৃত লক্ষাধিক টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যান।

যদিও এ ঘটনায় অভিযুক্তদের ভাষ্য তারা নতুন করে মসজিদ নির্মাণের জন্য ভাঙচুর করেছেন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র তারাবির নামাজ শেষে অভিযুক্তদের শাস্তির দাবিতে মিছিল করেছে মসজিদের বিক্ষুব্ধ মুসল্লিরা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ‘সামাজিকভাবে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছে। আমি ও চেয়ারম্যানসহ বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কোনো ফলপ্রসূ হয়নি।’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।