প্রথমবারের মতো গভীর সমুদ্র থেকে পাইপলাইনে এল জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৪, ২১:৩৮
শেয়ার :
প্রথমবারের মতো গভীর সমুদ্র থেকে পাইপলাইনে এল জ্বালানি তেল

গভীর সমুদ্রে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) থেকে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে দেশের মূল ভূ-খণ্ডে এল জ্বালানি তেল। আজ শুক্রবার এসপিএম থেকে প্রথমে মহেশখালি পাম্পিং স্টেশনে এবং সেখান থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ৪০ হাজার মেট্রিক টনের বেশি অপরিশোধিত জ্বালানি তেল সফলভাবে পরিবহন করা হয়।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী লোকমান এ তথ্য জানিয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বিষয়টি জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি গভীর সাগর থেকে পাইপ লাইনের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে আসল। গভীর সমুদ্রে স্থাপিত এসপিএম বাংলাদেশের জ্বালানিখাতে যুগান্তকারী একটি সংযোজন। এসপিএমের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হবে। এই প্রকল্পের মাধ্যমে সরকারের বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।