পবিত্র মাসকে সরকার লুটপাটের ক্ষেত্র বানিয়েছে: আমিনুল

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৪, ২১:১৬
শেয়ার :
পবিত্র মাসকে সরকার লুটপাটের ক্ষেত্র বানিয়েছে: আমিনুল

ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ডভিত্তিক ইফতার মাহফিলে আমিনুল। ছবি: আমাদের সময়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, রমজান মাসে খেজুর, চাল, ডাল, তেল, পেঁয়াজ, ছোলা, মাছ-মাংস, ডিম, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের শ্বাসরুদ্ধকর অবস্থা। সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেশের ধর্মপ্রাণ মানুষকে রমজান মাসে দুঃসহ যন্ত্রণায় নিক্ষেপ করেছে। এই অবৈধ সরকার পবিত্র মাসকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে।

আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ডভিত্তিক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ভাটারা থানাধীন ১৭, ৩৯, ৪০ নম্বর ওয়ার্ড এবং খিলক্ষেত থানাধীন ৪৩, ৪৮ ও আংশিক ১৭ নম্বর ওয়র্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটাতে বিএনপির নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ। ৭ জানুয়ারির ডামি সরকারকে বিদায় না করা পর্যন্ত আন্দোলন-সংগ্রাম থেকে পিছপা হবেন না তারা। জনগণের বিজয় হবেই।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান চেয়ারম্যান, আক্তার হোসেন, সদস্য হাজী ইউসুফ, আজহারুল ইসলাম সেলিমসহ ভাটারা এবং খিলক্ষেত থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।