শ্রীপুরে মসজিদ কমিটির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
গাজীপুরে শ্রীপুরে মসজিদ কমিটির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বাদ জুমা উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের ফোরকানিয়া হাফিজিয়া হাফিজাতুল ইসলাম কওমি মাদরাসা ও এতিমখানা সংলগ্ন সোহাদিয়া পুরাতন মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সোহাদিয়া গ্রামের আ. জব্বার (৫৫), মাইনুদ্দিন (৬৫), মাহমুদুল সরকার শিমুল (১৮), হারুনুর রশিদ (৫০), পারভেজ (২০), ফেরদৌস (৬৫), ফরিদ (৪৫), হিমেল (১৮), রুবেল (৩৫), ওয়াদুদ (৩৯) ও আ. ছাত্তার (৬০)।
জানা যায়, ওই মসজিদের সাবেক কমিটি বাদ দিয়ে বর্তমান কমিটির সভাপতি হলেন মো. শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক মো. অতিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ মো. নাজমুল। কয়েকমাস ধরে মসজিদের ইমামদের বেতন বাকি রয়েছে। কমিটির কোষাধ্যক্ষ সঠিকভাবে ইমামের বেতন দিচ্ছেন না। আজ শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা মসজিদের আয় ব্যয় ও ইমামের বেতন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় হিসেব চাইলে বর্তমান কমিটির সমর্থকরা দা লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মসজিদ কমিটির সাবেক সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘আমি দীর্ঘদিন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। এর আগে সভাপতির দায়িত্ব পালন করি। বর্তমান কমিটির সদস্যরা এক প্রকার জোড় খাটিয়ে নতুন কমিটি গঠন করে। এ কমিটির সময় ইমামের বেতন বাকি পরে। আজ জুমার নামাজের পর এসব নিয়ে আলোচনার এক পর্যায়ে বর্তমান কমিটির সমর্থকরা আমাদের মারধর করে।’
অভিযোগ অস্বীকার করে বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মো. নাজমুল হক জানান, নতুন কমিটি গঠনের পর থেকে সাবেক কমিটির কয়েকজন বিরোধিতা করছেন। জুমার নামাজের পর আলোচনার সময় বিপক্ষ গ্রুপের লোকজন হামলা করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।