রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ নিহত ৩

ঢামেক প্রতিবেদক
১৫ মার্চ ২০২৪, ১৬:৩৫
শেয়ার :
রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ নিহত ৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে যাত্রাবাড়ী ও গতকাল বৃহস্পতিবার বনানীর কাকলি ও মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ভ্যানচালক আবুল কালাম হাওলাদার (৪২), দর্জির দোকানের কর্মী শাহজাহান তালুকদার (৬০) ও আব্দুলাহ মাহমুদ রিফাত (১১)। 

জানা যায় আজ শুক্রবার ভোট পাঁচটায় যাত্রাবাড়ীর কুতুবখালীতে যানবাহনের ধাক্কা ভ্যানচালক আবুল কালাম হাওলাদার(৪২) মারা যান। আবুল কালামের মেয়ে লামিয়া জাহান সুমি বলেন, ‘আমার বাবা যাত্রাবাড়ী এলাকায় ভ্যানে মালামাল বহন করতেন। আজ ভোরে কুতুবখালী এলাকায় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সেখান থেকে যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে সকাল ৯টায ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান তিনি বলেন, ‘আজ ভোরে ভ্যানচালক আবুল কালাম তার ভ্যান চালিয়ে নারায়ণগঞ্জের বাসার দিকে ফিরছিলেন। কুতুবখালী পকেট গেট এলাকায় আনুমানিক ভোর ৫টার দিকে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আবুল কালাম হাওলাদার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার শ্যামলীবাগ গ্রামের বাসিন্দা। বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার তল্লা গ্রামে পরিবারের সঙ্গে থাকতেন। ‌

এদিকে, দর্জির দোকানের কর্মী শাহজাহান তালুকদার গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর কাকলি এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল দিবাগত রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান তালুকদারের ভায়রা অহিদুল ইসলাম বলেন, শাহজাহান তালুকদার কাকলিতে এলাকায় মর্ডান টেইলার্সের দর্জি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল আহমেদ বলেন, ‘পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে আজ শুক্রবার সকালে হস্তান্তর করা হয়েছে।’

শাহজাহান তালুকদার মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে গেণ্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরে তিন রাস্তার মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা শিশু আব্দুলাহ মাহমুদ রিফাত ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন ঐ শিশুর ভাই ও বাবা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। 

মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান বলেন, ‘দুই শিশুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন। তিন রাস্তার মোড়ে ময়ূরি ভিলার সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুলাহ মাহমুদ রিফাত। আহত বাবা ও মোটরসাইকেলে থাকা অপর শিশু ফাহাদকে (১৪) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা কাভার্ট ভ্যানের চালককে আটক করে পুলিশে দিয়েছেন। আহত ফাহাদের অবস্থা গুরুতর।