বেইলি রোডে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন সাকিব
‘হারল্যান স্টোর’-এর শাখা উদ্বোধন করেছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে অথেনটিক কসমেটিকসে দেশের সবচেয়ে বড় রিটেইল আউটলেট ‘হারল্যান স্টোর’-এর শাখা উদ্বোধন করেছেন জনপ্রিয় ক্রিকেট অলরাউন্ডার ও জাতীয় সংসদ সদস্য সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার শো’রুমটি উদ্বোধন করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বেইলি রোডের সিরাজ টাওয়ারের নীচ তলায় এই শো’রুম উদ্বোধনকালে সাকিব বলেন, ‘হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন প্রোডাক্টগুলো পাওয়া নিশ্চিত করছে। প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে লিলি, হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো। এর বাইরে টাইলক্স, অরিক্সসহ হোম কেয়ার পণ্যও পাওয়া যাবে এখানে।’ মানসম্মত অথেনটিক পণ্য কিনতে সকলের প্রতি আহ্বান জানান সাকিব।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
পরে ফিতা কেটে স্টোরের উদ্বোধন করেন সাকিব। এ সময় উপস্থিত ছিলেন, হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলীম শিমুল, অভিনেতা মামনুন হাসান ইমনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাকিবকে এক নজর দেখতে ছিল উপচেপড়া ভিড়।