জমি দখলে বাধা দেওয়ায় ভাতিজার মারধরে চাচার মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজা এখলাছ মিয়ার মারধরে বৃদ্ধ চাচা ইস্কান্দার আলী (৭০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত এখলাছ মিয়াকে আটক করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের ইস্কান্দর আলী ও তার ভাতিজা এখলাছ মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে কোর্টে চলছিল মামলা। আজ সকালে বৃদ্ধ ইস্কান্দার আলী ও তাদের পক্ষের লোকজন জমির মামলার হাজিরা দিতে যান। এ সময়ে এখলাছ মিয়া জায়গা দখল করে ভেকু দিয়ে পুকুর ভরাটের কাজ শুরু করেন। পরে ইস্কান্দার আলী এ কাজে বাঁধা দেতে গেলে এখলাছ মিয়ার লোকজন হামলা চালান। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ইস্কান্দার আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে প্রযুক্তির সাহায্য নিয়ে এখলাছ মিয়াকে সুনামগঞ্জ সদর থেকে আটক করে পুলিশ।
নিহত ইস্কান্দারের ছেলে আব্দুস ছোবান বলেন, ‘আমার বাবার জায়গা এখলাছ মিয়া জোর করে দখল করতে চেয়েছিল। এ সময় বাবা তাদের বাধা দিতে গেলে এখলাছ মিয়াসহ ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালান; বাবাকে বেধরক মারধর করা হয়। ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, আগে থেকেই তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যান এখলাছ মিয়া। এ সময় ইস্কান্দার আলী বাধা দিলে তারা বৃদ্ধের ওপর হামলা চালান। ঘটনাস্থলেই ইস্কান্দার আলীর মৃত্যু হয়। এ ঘটনায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।