আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৪, ১৬:৫৪
শেয়ার :
আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি: হাফিজ উদ্দিন

সরকারের কারণে জাতি অনেকটাই পরাধীন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘স্বাধীনতা দিবস উদ্‌যাপন কমিটি’র প্রথম বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ কমিটির আহ্বায়ক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘বাংলাদেশে কী রাজনীতি চলছে এটি সবাই জানে। যেখানে আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নিচ্ছি দেশের স্বাধীনতাই তো আজকে হারিয়ে যেতে বসেছিল। আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি। কারা আমাদের এই স্বকীয় স্বাধীনতা হরণ করছে, কারা ব্যাংক লুট করছে, কারা জনগণের ভোটাধিকার হরণ করছে এটি সবাই জানে।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির ওপরে যে অত্যাচার-নির্যাতন বিশেষ করে পুলিশি হামলা-মামলার সম্মুখিন হয়েছে সম্প্রতিককালে পৃথিবীর ইতিহাসে এই ধরণের নির্যাতন অন্য কোনো রাজনৈতিক দল ভোগ করেছে বলে আমার জানা নেই। তবে আমরা যথেষ্ট বয়স হয়েছে, ৮০ বছর বয়স। রাজনীতির অনেক পর্যায় দেখেছি আমরা এলাকাবাসীর সৌজন্যে জাতীয় সংসদ দেখেছি। আমরা মনে কোনো সন্দেহ নেই যে, অতি অল্প সময়ের মধ্যে জনগণের সমর্থন নিয়ে এই জনপ্রিয় দল বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে।’

‘বিএনপি একটি হতাশাগ্রস্থ দল’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরকম বক্তব্যের প্রতিবাদ করে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিএনপি মোটেই হতাশাগ্রস্থ একটি দল নয়। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যদি বিগত নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো তাহলে এই রাষ্ট্রক্ষমতায় থাকত আমাদের দল বিএনপি। দেশের অধিকাংশ মানুষ বিএনপিকেই সমর্থন করে। সুতরাং আওয়ামী লীগ নেতারা কথামালার রাজনীতি করে, তারা অনেক কিছু বলতে পারে। যদি জনগণের স্বাধীনতা থাকত ভোটকেন্দ্রে যাওয়ার, ভোটাধিকার প্রয়োগ করার, তাহলে তাদের এই কথা বলার এই সুযোগ আজকে থাকত না।’

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তবে আজ হোক কাল হোক বাঙালি সংগ্রামী জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই সংগ্রামের মাধ্যমে জনগণ তাদের মৌলিক অধিকার আবার ফিরে পাবে এবং এই সংগ্রাম বিএনপি নেতৃত্ব দেবে। যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। ১৯৭১ সালের যুদ্ধ ছিল প্রধানত: গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। সেই গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যেই বিএনপি সংগ্রাম করে যাচ্ছে, এই সংগ্রামের আমরা অবশ্যই বিজয়ী হব।’

সকাল ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় হাফিজ উদ্দিনের সভাপতিত্বে স্বাধীনতা দিবস উদ্‌যাপন কমিটির প্রথম বৈঠক হয়। এতে কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী, সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, বিলকিস জাহান শিরীন, অনিন্দ্য ইসলাম অমিত, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান উপস্থিত ছিলেন।